ডিএনএন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্রসমাজের ব্যানারে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে এখন পর্যন্ত সহনশীলতার পরিচয় দিয়েছে পুলিশ। ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির কারণে বুধবার (১০ জুলাই) দিনভর কার্যত অচল ছিল ঢাকা। আজও বিকেল থেকে অর্ধদিবস বাংলা ব্লকেড কর্মসূচি পালন করবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এমনকি দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার(১১ জুলাই) সকাল থেকে শুরু হয়েছে মাসিক ক্রাইম কনফারেন্স। এ বৈঠকে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। বৈঠকে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
কোটা সংস্কার আন্দোলনসহ চলমান নানা ইস্যু নিয়ে এ বৈঠকে জোর আলোচনা হবে বলে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে।