২৯ কার্তিক, ১৪৩২
১৩ নভেম্বর, ২০২৫

৩২ বছর বয়স পর্যন্ত যতবার ইচ্ছা বিসিএস দেওয়ার সুযোগ দিতে চায় পিএসসি, কমলো আবেদন ফি

Admin Published: December 3, 2024, 3:43 am
৩২ বছর বয়স পর্যন্ত যতবার ইচ্ছা বিসিএস দেওয়ার সুযোগ দিতে চায় পিএসসি, কমলো আবেদন ফি

ডিএনএন ডেস্কঃপাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আবেদনের বয়স থাকা পর্যন্ত এক জন চাকরিপ্রার্থীকে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে চায় । এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠনো হয়েছে । জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব অনুমোদন হলে ৩২ বছর বয়স পর্যন্ত যত বার সুযোগ থাকবে তত বার বিসিএস পরীক্ষা দিতে পারবেন চাকরিপ্রত্যাশীরা।

পিএসসির এক জন কর্মকর্তা বলেন,সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বয়স ৩২ পর্যন্ত এক জন প্রার্থী চার বার বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে প্রার্থীদের চাকরির আবেদনের বয়সসীমা শেষ না হওয়া পর্যন্ত সুযোগ দিতে চায় পিএসসি। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। গত ৩১ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয় যে, বিসিএস পরীক্ষায় এক জন প্রার্থী সর্বোচ্চ চার বার অংশ নিতে পারবেন। এর আগে ২৪ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে সর্বোচ্চ তিন বার বিসিএস দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়েছিল। পরে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়। এরপর সেই সিদ্ধান্ত থেকে সরে এসে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেয় যে, এক জন পরীক্ষার্থী সর্বোচ্চ চার বার বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এদিকে ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। রবিবার পিএসসির সচিবালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ নম্বর করা হয়েছে। আর আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৮ নভেম্বর বিকালে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। তাতে আবেদন ফি আগের মতো ৭০০ টাকা নির্ধারিত দেখা যায়। 

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয় ১০০ টাকা। তবে এই বিজ্ঞপ্তির কয়েক ঘণ্টা পরই আবেদন ফি কমানোর ঘোষণা দেয় কমিশন। এ বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭, আর ননক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর সকাল ১০টায়, শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।

ডিএনএন/এলএস/৩ ডিসেম্বর