২৮ অগ্রহায়ণ, ১৪৩১
১৩ ডিসেম্বর, ২০২৪

আত্মহত্যা করলেন অভিনেতা নীতিন চৌহান!

Admin Published: November 8, 2024, 2:58 pm
আত্মহত্যা করলেন অভিনেতা নীতিন চৌহান!

ডিএনএন ডেস্ক :  ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরি এবং ক্রাইম পেট্রোল খ্যাত আলোচিত অভিনেতা নীতিন চৌহানের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার বন্ধু কুলদীপ। বাবা ও বোন নীতিনের মৃত্যুকে আত্মহত্যা বলে জানিয়েছেন।


রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ জয়ের পর থেকে ধারাবাহিকভাবে খ্যাতি লাভ করতে থাকেন নীতিন চৌহান। এরপর ‘এমটিভি স্প্লিটসভিলা’, ‘জিন্দেগি ডটকম’, ‘ক্রাইম পেট্রোল’ ও ‘ফ্রেন্ডস’র মতো জনপ্রিয় সিরিজে দেখা গেছে তাকে। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ২০২২ সালের ধারাবাহিক ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’-তে।


নিতিন উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে মুম্বই এসেছিলেন তিনি।  

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায় নিতিনের মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর সহ-অভিনেতা সুদীপ সাহির ও সায়ন্তনী ঘোষ। ছেলের মৃত্যুর খবর পেয়ে আলিগড় থেকে ছুটে এসেছেন তাঁর বাবা। নিতিনের শেষকৃত্য দিল্লিতেই হবে বলে জানা যাচ্ছে।