২৮ অগ্রহায়ণ, ১৪৩১
১৩ ডিসেম্বর, ২০২৪

বাগমারায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

Admin Published: November 7, 2024, 7:45 pm
বাগমারায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রাজশাহীর বাগমারায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে। 

বাগমারা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর)  বিকেল পাঁচ টায়  ভবানীগঞ্জ আলু হাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়। 

বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  ডিএম জিয়াউর রহমান জিয়া'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন। তাহেরপুর পৌর বিএনপির আহবায়ক আ ন ম সামসুর রহমান মিন্টু,

সভায় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, ভবানীগঞ্জ পৌর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র  আবদুর রাজ্জাক, ভবানীগঞ্জ পৌর বিএনপি আহবায়ক আক্তারুজ্জামান বল্টু,  বাগমারা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোশাররফ হোসেন,  তাহেরপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, ভবানীগঞ্জ পৌর বিএনপি সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য  চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, চেয়ারম্যান  মোশারফ হোসেন, চেয়ারম্যান হাবিবুর রহমান হবির, চেয়ারম্যান  ডিএম সাফিকুল ইসলাম সাফি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম,  শ্রীপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সালাম পারভেজ, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব  সামসুজ্জোহা সরকার বাদশা , যুবদল নেতা আতিকুর রহমান জজ,  মাহদী বিন মুকুল, ছাত্রদল নেতা রেজাউল করিম সহ অন্যরা। 

সভায় ১৬ টি ইউনিয়ন এবং ২ টি পৌর সভার বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

দীর্ঘ সতেরো বছর পর বাগমারা উপজেলা বিএনপি ৭ নভেম্বর জাতীয়  বিপ্লব ও সংহতি দিবস সাড়ম্বে উদযাপন করেছে।