ডিএনএন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা, বিভিন্ন পুলিশ স্টেশন ও রাজধানীর ট্র্যাফিকের নিয়ন্ত্রণে থাকবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে আনসার সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক রুবেল হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতিতে দেশের নিরাপত্তা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। এমন অবস্থায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব প্রদান করা হয়েছে। যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।