ডিএনএন ডেস্ক : চট্টগ্রামে এখন পর্যন্ত সংখ্যালঘুদের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি। মঙ্গলবার (৬ আগস্ট) সংখ্যালঘুদের বাড়ি, মন্দির, গির্জাকে দুর্বৃত্তকারীদের হামলা ও ভাঙচুর থেকে রক্ষা করতে আহ্বান জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, তরুণ সমাজ, দেশের মানুষ, আপনাদের কাছে আমার আকুল অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরুন, শান্তি-শৃঙ্খলা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ভূমিকা রাখুন।
তিনি বলেন, বিজয়কে সংহত করার জন্য সব নৈরাজ্য ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে। সাধারণ মানুষের জানমাল বিশেষ করে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সব গণতান্ত্রিক শক্তিকে দায়িত্ব পালন করতে হবে। সন্দেহ, আক্রোশ ও প্রতিশোধের বশবর্তী হয়ে কেউ কারও ওপর আক্রমণ করবেন না।
একাধিক সূত্র জানিয়েছে, চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দিচ্ছেন। এ ছাড়া ওবায়দিয়া মাদ্রাসার পাশে বৌদ্ধ মন্দির পাহারায় রয়েছেন তারা। আর নগরীর মন্দিরগুলো সাধারণ শিক্ষার্থীরা পাহারারত রয়েছেন।