৫ ফাল্গুন, ১৪৩১
১৮ ফেব্রুয়ারি, ২০২৫

দেশে ফিরলেন ওবায়দুল কাদের

Admin Published: January 25, 2024, 5:52 pm
দেশে ফিরলেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় ফেরেন তিনি।  এদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ওবায়দুল কাদেরকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

এ তথ্য নিশ্চিত করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ।

এরআগে, গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান ওবায়দুল কাদের।  সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।