১৯ আশ্বিন, ১৪৩১
০৪ অক্টোবর, ২০২৪

দেশেই নজরকাড়া মরুভূমির ফুল

Admin Published: January 27, 2024, 12:14 pm
দেশেই নজরকাড়া মরুভূমির ফুল

মরু গোলাপ বলা হয় অ্যাডোনিয়ামকে।  ছোট গাছ হলেও ফুল ফোটে অনেক।  এর আদি নিবাস দক্ষিণ-পূর্ব আফ্রিকার মরুভূমি। এপোচাইনেসি পরিবারভুক্ত গাছ এটি। 

শীতের সময় এরা এক প্রকার ঘুমিয়ে থাকে। শীতের পর থেকে আবার শীত আসা পর্যন্ত ফুল দিয়ে থাকে।


অ্যাডোনিয়াম ফুলের রং সাধারণত গোলাপি, লাল ও সাদা বর্ণের হয়। ফেব্রুয়ারি থেকে অক্টোবরে ফুল ফোটে। এই গাছ প্রচুর পানি ধরে রাখতে পারে। শীতকালে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখলেও মরে না। বাহ্যিক এই গাছের গঠনপ্রকৃতি অত্যন্ত আকর্ষণীয়। প্রাকৃতিকভাবেই এরা বনসাই প্রকৃতির।

গাছগুলো ৫০-১০০ বছর পর্যন্ত বাঁচে। যখন টবের মাটি একদম শুকিয়ে যায়, তখন পানি দিলে হবে। এছাড়া খুব একটা পরিচর্যার দরকার নেই। 


থাইল্যান্ড, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, ফিলিপাইন, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় বাণিজ্যিকভাবে অ্যাডোনিয়ামের চাষ হয়। বাংলাদেশের কিছু শৌখিন বাগানী অ্যাডোনিয়ামের চাষ করেন। রাজশাহী হর্টিকালচার সেন্টারে প্রচুর অ্যাডোনিয়াম আছে।