রাবি প্রতিনিধি:দীর্ঘদিন যাবৎ অচলাবস্থায় পড়ে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলওয়ে স্টেশন সচল করার জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।এজন্য সর্বোচ্চ দুইমাসের সময়সীমা বেধে দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি জমা দিয়েছে সংগঠনের নেতাকর্মীরা।
আজ সোমবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান স্মারকলিপিটি গ্রহণ করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি স্টেশন থাকলেও গভীর রাত ও ভোরবেলাতেও রাজশাহী রেলওয়ে স্টেশনে যেতে হয়। গভীর রাতে শিক্ষার্থীদের স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়তে হয়। এ সময় পর্যাপ্ত যানবাহন না থাকায় সে সুযোগ কাজে লাগিয়ে অধিকাংশ রিকশা চালকরা দ্বিগুণেরও বেশি ভাড়া পরিশোধ করতে হয়। অথচ শিক্ষার্থীদের ভোগান্তি দূর করতে তৈরি করা হয়েছিল বিশ্ববিদ্যালয় স্টেশন। এটি চালু থাকলে নিরাপত্তা শঙ্কা, সময় নষ্ট, অতিরিক্ত ভাড়া দেওয়াসহ নানা সংকট কমে আসতো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল সকল আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতির দাবি জানাচ্ছে।
স্মারকলিপি আরও বলা হয়, এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সার্বিক ভোগান্তির কথা চিন্তা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন সংস্কার, দুই লেনে উত্তীর্ণ করণ, আন্তঃনগর ট্রেন সমূহের যাত্রাবিরতি বাস্তবায়ন করতে হবে।
এ বিষয়ে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ট্রেনের যাত্রীদের মধ্যে বড় একটা অংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। স্টেশন থেকে ক্যাম্পাসে আসার সময় শিক্ষার্থীরা অনেকবার ছিনতাইয়ের শিকার হয়েছে। তাছাড়া কয়েকগুণ ভাড়া আদায়ের মতো ঘটনা প্রতিনিয়তই ঘটে। শিক্ষার্থীরা এর আগেও যাত্রা বিরতির দাবি জানিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের স্টেশনে ট্রেনের যাত্রা বিরতি শুধু আমাদের সংগঠনের দাবি নয়, ক্যাম্পাসের সকল শিক্ষার্থীর দাবি। আমরা আগামীকাল রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাপরিচালকের নিকট স্মারকলিপি প্রদান করে ২ মাসের সময়সীমা বেঁধে দিব।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী, যুগ্ন আহবায়ক সর্দার জহুরুল ইসলাম, শাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু,আহবায়ক সদস্য আবির হাসান হিমেল, নাফিউল ইসলাম জীবন, শেখ নুর উদ্দীন আবির, তুষার শেখ,জাকির রেদোয়ান,আবু সাইদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।