২৮ অগ্রহায়ণ, ১৪৩১
১৩ ডিসেম্বর, ২০২৪

এই দ্বীপের গাছ কাটলেই বের হয় রক্ত

Admin Published: January 27, 2024, 11:57 am
এই দ্বীপের গাছ কাটলেই বের হয় রক্ত

ইয়েমেনে দেশেই রয়েছে এক অদ্ভুত দ্বীপপুঞ্জ। জায়গাটির নাম হলো সোকোত্রা দ্বীপপুঞ্জ। বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক স্থান এটি। মানুষের জন্য সোকোত্রা দ্বীপপুঞ্জ নিরাপদ। যদিও এখানে বসবাস করা সব প্রাণী খানিকটা অদ্ভুত। যারা খুব অদ্ভুত জিনিস দেখতে পছন্দ করেন তাদের জন্য এটি হবে আদর্শ জায়গা।


দ্বীপের সবচেয়ে আজব হলো গাছগুলো। এখানে রয়েছে প্রায় ৮২৫ প্রজাতির গাছ। তবে এখানকার সবচেয়ে অনন্য গাছ হলো ড্রাগনস ব্লাড ট্রি। সব গাছের পাতা এবং ডালপালা উপর দিকে থাকে। গাছগুলো দেখে মনে হবে যেন উল্টানো ছাতা। 

এটাও আশ্চর্যজনক যে, এই গাছের গুঁড়ি থেকে লাল রক্তের মতো পদার্থ নির্গত হয়। এই কারণেই গাছটির এহেন নামকরণ। আবার ট্রিপোটো ওয়েবসাইট অনুযায়ী, এক সময় এই দ্বীপপুঞ্জেই শুধু বটল ট্রি দেখা যেত।

সূত্র: উইকিপিডিয়া