২৮ অগ্রহায়ণ, ১৪৩১
১৩ ডিসেম্বর, ২০২৪

গায়েবানা জানাজা থেকে ইমাম ও বিএনপিনেতা আটক

Admin Published: July 17, 2024, 1:38 pm
গায়েবানা জানাজা থেকে ইমাম ও বিএনপিনেতা আটক

ডিএনএন ডেস্ক : কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা পড়ার সময় মুন্সীগঞ্জ শহরে ইমাম ও এক বিএনপিনেতাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ের নিচে গায়েবানা জানাজা পড়ার সময় তাদেরকে আটক করা হয়।

শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ের নিচে গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা জানাজায় দাঁড়ান। জানাজা শেষ না হতেই পুলিশ জানাজার ইমাম আব্দুর রহমান হিরন ও শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবউল আলম স্বপনকে ধরে নিয়ে যায়। এতে জানাজা পণ্ড হয়ে যায়।

জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘পুলিশ আমাদের নামাজ পর্যন্ত পড়তে দেয়নি। উল্টো আমাদের দুজন নেতাকে ধরে নিয়ে গেছে। আমরা অবিলম্বে আটক নেতাদের মুক্তি দাবি করছি।’

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘সড়ক বন্ধ করে জানাজায় দাঁড়িয়েছিল তারা। এতে সড়কে অরাজকতার সৃষ্টি হচ্ছিল। তাই দুজনকে আটক করা হয়। একইসঙ্গে নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়।’ সূত্র : এনটিভি