২৮ অগ্রহায়ণ, ১৪৩১
১৩ ডিসেম্বর, ২০২৪

ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়া ৯ শিক্ষার্থী অটক, অভিভাবকদের জিম্মায় ছাড়

Admin Published: November 6, 2024, 6:39 pm
ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা  দেওয়া ৯ শিক্ষার্থী অটক,  অভিভাবকদের জিম্মায় ছাড়

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ফাঁকি দিয়ে পদ্মা পাড়ে আড্ডা দেওয়া ৯ শিক্ষার্থীকে আটক করে পরে অভিভাবকদের জিম্মায় দিয়েছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরের পর রাজশাহী মহানগরীর পদ্মাপাড় এলাকা থেকে এসব শিক্ষার্থীদের আটক করা হয়।

পুলিশ জানায়, রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষার্থী ক্লাস চলাকালীন স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে নগরীর পদ্মা পাড়ের বিভিন্ন স্পটে এসে আড্ডা দিচ্ছে। এছাড়াও কিশোর অপরাধের মত বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে পড়ছে। এমন অভিযোগ কিছু দিন হলো রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের কাছে আসতে থাকে।

প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নগরীর বিভিন্ন স্পটে ক্লাস ফাঁকি দেওয়া শিক্ষার্থীদের আটক করতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় নগরীর পদ্মা পাড়ে বিভিন্ন স্পট থেকে ৯ শিক্ষার্থীকে আটক করে আরএমপি সদর দফতরের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে তাদের অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।