১৩ মাঘ, ১৪৩১
২৬ জানুয়ারি, ২০২৫

মা হওয়ার পর স্মার্ট লুকে হাজির শুভশ্রী

Admin Published: January 27, 2024, 8:13 am
মা হওয়ার পর স্মার্ট লুকে হাজির শুভশ্রী

একমাস আগেই জন্ম হয়েছে কন্যা ইয়ালিনির। এখনও সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি না পাওয়া গেলেও ইতোমধ্যে শুভশ্রী বিদেশ ঘুরে এসেছে মা-বাবা-দাদার সঙ্গে। 

জুন মাসে হঠাৎ করেই দ্বিতীয় সন্তান আগমনের বার্তা দিয়েছিলেন রাজ-শুভশ্রী। এরপর চুটিয়ে কাজ করেছেন শুভশ্রী। বাদ থাকেনি নিয়মিত ফটোশ্যুটও। ৩০ ডিসেম্বর একমাস পূরণ করেছে ইয়ালিনি। তারপর মা শুভশ্রীও ফিরেছেন কাজে। গত বছর ইন্দুবালা ভাতের হোটেলে অভূতপূর্ব সাফল্যের পর এবার আবারও তিনি ফিরছেন ওয়েব সিরিজে।


নতুন বছরে একাধিক সিনেমার ঘোষণা করা হয়েছে। আর সেই তালিকায় রয়েছে শুভশ্রীর একটি ওয়েব সিরিজও। রাজ চক্রবর্তীর পরিচালনায় এই ওয়েবে কাজ করবেন শুভশ্রী। বিপরীতে থাকবেন আবির চট্টোপাধ্যায়। বুদ্ধদেব গুহর ‘বাবলি’-অবলম্বনে তৈরি হবে এই সিরিজ।

এই ঘোষণার পর ইনস্টাগ্রামে নতুন বছরে নিজের ছবিও পোস্ট করেছেন শুভশ্রী। নীল রঙের চেকড মিনি স্কার্ট, কালো ফুলস্লিভ টি-শার্ট আর কালো রঙের ট্রেঞ্চ কোটে দেখা গেল শুভশ্রীকে। আর এই পোশাকে তাঁকে যেমন স্মার্ট লাগছে তেমনই সুন্দর লাগছে। বরাবরই আত্মবিশ্বাসে ভরপুর শুভশ্রী। আর স্টাইলও দারুণ। পাশ্চাত্য ইন্ডিয়ান যে পোশাকই তিনি পরুন না কেন তাঁকে দেখতে লাগে খুব সুন্দর। তাঁর পোশাক-মেকআপ সব সময় ভীষণ রকম মানানসই। শীতের রাতে চেকড মিনিস্কার্টে একাই মাতিয়ে দিচ্ছেন ইউভানের (প্রথম সন্তান) মাম্মা।


সদ্য মা হয়েছেন। ফলে স্বাভাবিক ভাবেই শরীরে এখনও বেশ কিছুটা বেবিফ্যাট রয়েছে। সেই সবকিছু উপেক্ষা করেই নিজে দারুণ স্টাইল করেছেন। শীতের রাতে এই স্কার্ট আর ট্রেঞ্চ কোটে খুব ভাল দেখতে লাগছে শুভশ্রীকে। চুলে রেখেছেন হালকা কার্ল, সঙ্গে বেশ যত্ন করে আইমেকআপ করেছেন। হাতে স্টাইলিশ ছোট্ট একটা ব্যাগ, কানে স্টোনের স্টেটমেন্ট ইয়াররিং, চোখ ঢাকা কালো চশমাতে- তাঁকে দেখে কোনও ভাবেই দেখে বোঝার উপায় নেই যে কিছুদিন আগেই সন্তানের জন্ম দিয়েছেন।


একেবারে সাদামাটা ভাবেও যে খুব সুন্দর ফ্যাশন করা যায় তা শুভশ্রীকে দেখে শেখার মত। সব সময় তাঁর মধ্যে ভরপুর থাকে পজিটিভিটি ও আত্মবিশ্বাস। টলিউডের ফ্যাশনিস্তাদের মধ্যে সব সময় একেবারে উপরে স্থান শুভশ্রীর। দুই সন্তানের জন্ম, সংসার সব সামলেও কিন্তু তিনি নিজের সেই গ্ল্যামার দারুণ ভাবে বজায় রেখেছেন।