৪ চৈত্র, ১৪৩১
১৮ মার্চ, ২০২৫

মন্দিরে পূজা দিয়ে সমালোনায় সারা আলী খান

Admin Published: January 24, 2024, 6:49 pm
মন্দিরে পূজা দিয়ে সমালোনায় সারা আলী খান

অভিনেতা সাইফ আলি খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে বলিউড তারকা সারা আলি খান।  জন্মসূত্রে মুসলিম হলেও মায়ের সান্নিধ্যে হিন্দু ধর্মের প্রতিও টান রয়েছে এই তারকার।

বুধবার (২৪ জানুয়ারি) সারা তার ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ করেন। যেখানে দেখা যাচ্ছে সারা আলী খান মন্দিরে পূজা দিচ্ছেন।  ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘জয় ভোলানাথ।’

এমন ছবি প্রকাশের পর সমালোচনার ঝড় শুরু ওঠে নেটিজেনদের মধ্যে। ইসলাম ধর্মাবলম্বী হয়েও কেন মন্দিরে পা রেখেছেন, এমন প্রশ্ন ছুড়ে দেন অনেকে।

তবে নেটিজেনদের এসব আপত্তিকর মন্তব্যের কোনো জবাব দেননি সারা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনমতে, বুধবার (২৪ জানুয়ারি) ভেরুলের ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে গিয়েছিলেন সারা আলি খান। সেখানে তোলা ছবিগুলোই ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি।