২৮ অগ্রহায়ণ, ১৪৩১
১৩ ডিসেম্বর, ২০২৪

পরীক্ষা শেষে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

Admin Published: November 7, 2024, 7:46 pm
পরীক্ষা শেষে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে কাভার্টভ্যানের ধাক্কায়  দুই মোটরসাইকেল আরোহী বন্ধু নিহত হয়েছেন। 

এ সময় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। আহতদের চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা রাজশাহী মহাসড়কের আজমপুর নামক স্থানে এ দুর্টঘনা ঘটে।

পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, পাবনার বনগ্রাম এলাকার আশিক রহমান ও শাকিব হাসান। তারা উভয়েই বনগ্রাম অনার্স কলেজের শিক্ষার্থী ও অনার্স প্রথম বর্ষের পরিক্ষার্থী ছিল।

পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মেহেদী হাসাান বলেন, পাবনার বনগ্রাম থেকে অনার্স ১ম বর্ষের পরিক্ষা শেষে পাকশী ঘুড়তে বের হন কয়েকজন বন্ধু। এ সময় পাবনা-রাজশাহী মহাসড়কের আজমপুর এলাকায় এসে একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা খায় দুই মোটরসাইকেল।

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এসময় আহত হয় আরো দুইজন। তাদেরকে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।