
স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় ১৫ মাসের শিশুকে যৌন হয়রানির অভিযোগে আব্দুর রশিদ (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের মধুখালি গ্রামের মৃত সইমুদ্দিনের ছেলে। সোমবার (১৭ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের মধুখালি এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির বাবা জানান, তাদের প্রতিবেশী আব্দুর রশিদ তার মেয়েকে বিকাল সাড়ে তিনটার দিকে আদর করে বাড়িতে নিয়ে যায়। পরে যৌন হয়রানি করে। এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী রশিদকে ধরে পাশের বাড়ির একটি ঘরে আটক রাখে।
এ ঘটনায় সোমবার রাত আটটার দিকে পুঠিয়া থানায় মামলা করে ওই শিশুর বাবা নাজমুল হক। পরে একমাত্র আসামি রশিদকে গ্রেফতার করে পুলিশ। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, প্রাথমিক তদন্তে যৌন হয়রানির আলামত পাওয়া গেছে। শিশুটি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা আসামি রশিদকে গ্রেফতার করেছি।