রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীরা নিজ বিভাগে তালা লাগিয়েছে। পরীক্ষা (স্নাতোকোত্তর) শেষ হওয়া প্রায় দশ মাস হলেও ফলাফল না দেওয়ায় শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করেন। এসময় তারা বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। বুধবার সকাল দশটা থেকে তারা বিভাগে তালা লাগিয়ে সকল ব্যাচের ক্লাস বন্ধ ঘোষণা করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, পরীক্ষা শেষ হওয়ার প্রায় দশ মাস পার হলেও এখনো ফলাফল দেয়নি। আমাদের রেজাল্টের জন্য বারবার সভাপতি স্যারের সঙ্গে যারা দায়িত্বশীল আছেন তাদের সঙ্গে দেখা করেছি বারবারই তারা আমাদেরকে আশ্বাস দিয়ে গেছে।
শিক্ষার্থীরা আরো বলেন, স্যারদের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের রেজাল্ট দেওয়ার জন্য কিন্তু আমাদের একজন কোর্স শিক্ষক এবং পরীক্ষা কমিটির চেয়ারম্যান মুসতাক আহমেদকে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান হয়েছে তার বিরোধিতা করায় শিক্ষার্থীরা তার অপসারণ চায়। এর ভিত্তিতে পরবর্তীতে তাকে বিভাগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার কাছে আমাদের ভাইভা সহ আনুষঙ্গিক আরো অনেক মার্ক আছে। কিন্তু তিনি কোনভাবে ডিপার্টমেন্টকে সহযোগিতা করছেন না। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও কোন কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। রেজাল্ট না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরছি না।
বিভাগসূত্রে জানা যায়, ২০১৭-১৮ সেশনের স্নাতোকোত্তর পরীক্ষা শুরু হয় ২২ নভেম্বর এবং পরীক্ষা শেষ হয় ২৫ জানুয়ারি। এরপর ভাইভা শেষ হয় ২৯ জানুয়ারি। বর্তমানে শিক্ষার্থীরা বিভাগের সামনে অবস্থান করছে। বিভাগের সভাপতির সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায় নি।