৬ ফাল্গুন, ১৪৩১
১৮ ফেব্রুয়ারি, ২০২৫

রাবি ক্যাম্পাসে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, তদন্ত কমিটি

Admin Published: January 25, 2025, 4:07 pm
রাবি ক্যাম্পাসে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ঘুরতে গিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে রাজশাহী কলেজে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় রাবি প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় রাজশাহী কলেজ প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করে। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, হত্যাকাণ্ডের ২৪ ঘন্টা অতিবাহিত হয়েছে তদন্তের কোন অগ্রগতি নাই,এখনো মৃত্যুর সঠিক কারন নির্ণয় করা হয়নি। সঠিক তদন্তের আগেই বলা হয়েছে, শিমুল দুর্ঘটনায় মারা গেছে। ধাওয়া করার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজশাহী কলেজের (ডিগ্রির প্রথম বর্ষ ছাত্র শিমুল) শিমুল সুস্থ সবল ছিল, দাঁড়িয়ে কথা বলেছিল। তার পরেও তাকে কেন ধাওয়া করে মারা হলো এর জবাব প্রশাসনকে দিতে হবে।

সাধারণ শিক্ষার্থীরা বলেন, যতদিন শিমুল হত্যাকাণ্ডের জড়িতদের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত, রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রয়োজনে ক্লাস বর্জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন গাড়ি জিরোপয়েন্টে হয়ে রাজশাহী কলেজের সামনে দিয়ে যেতে দেওয়া যাবে না। 

এর আগে শুক্রবার রাতে রাজশাহী-নাটোর মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট এলাকায় নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী সড়ক অবরোধ করেন। ফলে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাস ও আশপাশের এলাকায়। প্রায় এক ঘণ্টা বিক্ষোভের পর আন্দোলনকারীরা পুণরায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করেন।

এদিকে শিমুলের মৃত্যুর ঘটনায় রাবির উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রত্যাশা করছে। পাশাপাশি অনুমাননির্ভর বা ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দীন খান শিমুলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

প্রসঙ্গত. বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে বান্ধবীর সঙ্গে কথা বলছিলেন কলেজ শিক্ষার্থী শিমুল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টহল টিম সেখানে উপস্থিত হলে শিমুল মোটরসাইকেলে মেয়েটিকে নিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে পড়ে যান শিমুল ও তার সঙ্গী। শিমুলকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্বজনেরা অভিযোগ করছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে অভিহিত করছে। তবে তারা দাবি করেন, ঘটনাটি দুর্ঘটনা নাকি শিমুল কারও দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রক্টোরিয়াল বডির সংশ্লিষ্ট সদস্যদের পদত্যাগের দাবি জানিয়েছেন নিহত শিক্ষার্থীর স্বজনেরা। নগরের মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, শিমুলের মৃত্যুর ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। শিমুলের সঙ্গে থাকা তার বান্ধবীবে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।