৬ ফাল্গুন, ১৪৩১
১৮ ফেব্রুয়ারি, ২০২৫

রাবিতে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের বিক্ষোভ

Admin Published: January 24, 2025, 9:45 pm
রাবিতে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের বিক্ষোভ

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী কলেজের শিক্ষার্থী শিমুল শিহাবের মৃত্যুর ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকের সামনে আগুন জ্বালিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন ।


এসময় তারা 'তুমি কে আমি কে, বহিরাগত বহিরাগত; 'অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', 'বহিরাগতদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', 'আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে; 'প্রক্টরের দুই গালে, জুতা মারো তালে তালে; 'প্রক্টরের চামড়া, তুলে নেব আমরা; ইত্যাদি স্লোগান দিতে থাকেন।


সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিনোদপুর অভিমুখে আগাতে থাকেন বহিরাগতরা। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকের সামনে এসে শেষ। সেখানে তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।


এসময় নিহত শিহাবের বন্ধু শ্রাবণ বলেন, 'শিহাব আমার খুব কাছের বন্ধু। ছোটবেলা থেকে আমি আর শিহাব একসাথে বড় হয়েছি। গতকাল আমার বন্ধুকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে আমাদের সামনে চাই।'


নগরীর মেহেরচন্ডী এলাকার শামীম বলেন, 'আমরা নিশ্চিত নই যে কে বা কারা শিহাবকে মেরেছে। আমরা চাই যারা শিহাবের মৃত্যুর সঙ্গে জড়িত ছিলো তাদের প্রত্যেকের সুষ্ঠু বিচার হোক। এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমাদের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু বিচারের আশ্বাস দিতে হবে।'