১৩ মাঘ, ১৪৩১
২৬ জানুয়ারি, ২০২৫

রাজশাহীতে শিক্ষার্থীদের আবাসিক হলের পর মেস-বাসা ছাড়ার নির্দেশ

Admin Published: July 17, 2024, 2:15 am
রাজশাহীতে শিক্ষার্থীদের আবাসিক হলের পর মেস-বাসা ছাড়ার নির্দেশ

রাবি প্রতিনিধি:রাজশাহীতে সকল শিক্ষার্থীদের মেস ছাড়ার নির্দেশ দিয়েছে রাজশাহী মহানগর মেস মালিক সমিতি। 

আগামীকাল বুধবার (১৭ জুলাই) বেলা ১২টার মধ্যে সকল ছাত্রাবাস-ছাত্রীনিবাস, ফ্লাট-বাসায় অবস্থানরত শিক্ষার্থীদের এ নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে রাজশাহী মহানগর মেস মালিক সমিতি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে মহানগর মেস মালিক সমিতির সভাপতি মো. এনায়েতুর রহমান, সাধারণ সম্পাদক এএসএম ওমর শরীফ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক কায়সান আহমেদ সাক্ষর করেছেন।

মেস মালিক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার প্রেক্ষিতে, 'রাজশাহী মহানগর মেস মালিক সমিতি উদ্ভূত এই সমস্যার কারণে গভীর উদ্বেগের সাথে সিদ্ধান্ত নিয়েছে যে, শিক্ষার্থীদের নিরপত্তার কথা চিন্তা করে রাজশাহী মহানগরীর সকল ছাত্রাবাস-ছাত্রীনিবাস এবং ফ্ল্যাট-বাসায় অবস্থানরত শিক্ষার্থীদের আগামী কাল, (১৭ জুলাই) দুপুর ১২টার মধ্যে, সকলকে চলে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছে। আগামী কাল দুপুর ১২টার পর, কোনোক্রমেই মেস কিংবা বাসা-বাড়িতে শিক্ষার্থীদের অবস্থান করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, এই সংকট প্রশমিত হলেই, কর্তৃপক্ষ পুনরায় নোটিশের মাধ্যমে তা জানিয়ে দিবে। সবার সুরক্ষা ও মঙ্গল কামনা করছি।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে ইউজিসি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে একটি চিঠি দিয়েছে। এতে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং কলেজ, অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিতে বলা হয়েছে। এর পরপরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ এবং আগামীকাল বুধবার বেলা ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশের কথা জানানো হয়।

ডিএনএন/১৭ জুলাই/এলএস