২৮ অগ্রহায়ণ, ১৪৩১
১৩ ডিসেম্বর, ২০২৪

রেকর্ড গড়তে সাড়ে ৩ ঘণ্টা বরফের মধ্যে কাটান এই নারী

Admin Published: January 27, 2024, 11:50 am
রেকর্ড গড়তে সাড়ে ৩ ঘণ্টা বরফের মধ্যে কাটান এই নারী

সারাবিশ্ব শীতে কাবু। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকের বরফের মধ্যে করা নানান কর্মকাণ্ড চোখে পড়ছে। কেউ বরফ শীতল পানিতে গোসল করছেন কেউবা বরফ চিবিয়ে খাচ্ছেন।

পোল্যান্ডের বাসিন্দা কাতারজিনা জাকুবোস্কা প্রায় সাড়ে তিন ঘণ্টা বরফ ভরা বাক্সে বসে থাকলেন রেকর্ড গড়তে। গিনেস ওয়ার্ল্ড বলছে কাতারজিনা জাকুবোস্কা প্রথম নারী যিনি এই রেকর্ডটি করেছেন। এর আগে এই রেকর্ড ছিল শুধু পুরুষের।


উইম দ্য আইসম্যান হফ রেকর্ডটি ছিল পোল্যান্ডের বাসিন্দা ক্রজিসটফ গাজেউস্কির। তিনি প্রথম রেকর্ডটি করেছিলেন ১ ঘণ্টা ৫৩ মিনিটে এবং দ্বিতীয় রেকর্ডটি করেন ৩ ঘণ্টা ১১ মিনিট ২৭ সেকেন্ড বরফের বাক্সে বসে থেকে।

৪৮ বছর বয়সী কাতারজিনা ৩ ঘণ্টা ৬ মিনিট ৪৫ সেকেন্ডে তার রেকর্ডটি করেন। কাতারজিনা পেশায় একজন ডিজাইনার। তিনি নিজেকে পরীক্ষা করার জন্য এবং বরফের চ্যালেঞ্জগুলোতে আরও বেশি নারীর অংশগ্রহণকে উৎসাহিত করতে এই রেকর্ডের চেষ্টা করেন।