৬ ফাল্গুন, ১৪৩১
১৮ ফেব্রুয়ারি, ২০২৫

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত, রামেকে ভর্তি

Admin Published: January 25, 2025, 4:05 pm
শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত, রামেকে ভর্তি

স্টাফ রিপোর্টার :  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাবিল উদ্দিন (৩০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এই ঘটনা ঘটে।

আহত হাবিল উদ্দিন তেলকুপি গ্রামের বিলাল উদ্দিনের ছেলে। তাঁর পিঠে গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ হাবিল চোরাকারবারি বলে জানিয়েছে বিজিবি।

যদিও হাবিলের ভাবি সুলেখা খাতুনের দাবি, হাবিল চোরাকারবারি নন। অবৈধভাবে ভারতে প্রবেশও করেননি। সীমান্তে কৃষিকাজ করার সময় হাবিলকে গুলি করে বিএসএফ। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

রামেক হাসপাতালে পরিবারের সদস্যরা জানান, সীমান্তসংলগ্ন গম খেতে সেচ দিতে গিয়েছিলেন হাবিল। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, হাবিলের শরীরে গুলি থাকায় তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 

এদিকে সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘন কুয়াশার সুযোগ নিয়ে সাত-আটজন বাংলাদেশি চিহ্নিত চোরাকারবারি চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় সীমান্ত অতিক্রম করলে বিএসএফ টহলদল তাদের লক্ষ্য করে দুই-তিন রাউন্ড গুলি ছোড়ে। শব্দ শুনে তাৎক্ষণিক বিজিবি টহলদল সেখানে গেলে বাংলাদেশি চোরাকারবারিরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢোকে। পরে জানা যায়, হাবিল নামের একজন বিএসএফের গুলিতে আহত হয়েছেন।

বিজিবি আরও জানায়, তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ পাঁচ কিলোমিটার সীমান্ত এলাকায় বাংলাদেশি কোনো কৃষক অবস্থান করছিল না। এ ছাড়া এলাকায় তেলকুপি বিওপি কমান্ডারের নেতৃত্বে দুটি দল টহলরত অবস্থায় ছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবি-বিএসএফ কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকে এ ব্যাপারে বিএসএফকে তীব্র প্রতিবাদ জানানো হয়।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে কিছুদিন ধরেই উত্তেজনা চলছে। গত ১০ জানুয়ারি বিএসএফের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছিলেন ওই সীমান্তে। পরে সীমান্তে বেড়া নির্মাণ, গাছ কাটা ও ফসল নষ্ট করাকে কেন্দ্র করে দুই দেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।