১৯ আশ্বিন, ১৪৩১
০৪ অক্টোবর, ২০২৪

শিশু শিল্পী তাইফের জন্মদিন

বিনোদন ডেস্ক Published: March 4, 2024, 7:03 am
শিশু শিল্পী তাইফের জন্মদিন

বর্তমান সময়ের প্রথম সারির শিশু অভিনয় শিল্পীদের মধ্যে অন্যতম তাওহিদুল ইসলাম তাইফ। আজ তাইফের জন্মদিন। ৭ বছর শেষ করে ৮ বছরে পদার্পণ করলো তাইফ।

এই অল্প সময়েই তাইফ প্রায় একশোটির বেশি টেলিভিশন বিজ্ঞাপনে অভিনয় করেছে। ওভিসি করেছে প্রায় অর্ধশত। এর বাইরেও বেশকিছু মিউজিক ভিডিও, র‍্যাম্প শো এবং ফটোশুটে কাজ করেছে তাইফ।


তার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছেন রাজা, গগন, বিয়ে বাড়ির গল্প, লাভ ইউ হেইট ইউ।  বন্ধু ও বন্দুকের গল্প, মুনতাসির, জুজু আসছে, এ কেমন পরিচয়-সহ বেশ কিছু ওয়েব ফিল্মেও অভিনয় করেছে তাইফ। 

তাইফ এখন মনিপুর হাইস্কুল এন্ড কলেজে ক্লাস টুতে পড়ছে। ভালোবাসার নিদর্শন স্বরূপ লেখক শামস সাইদ তাকে 'মুজিবের গল্প শোন (১), বইটি উৎসর্গ করেছেন। 

বড় হয়ে তাইফ একজন ভালো মানুষ হতে চায়। মানুষের জন্য ভালো কিছু করা ইচ্ছা। আর পড়ালেখার সাথে অভিনয়টাও চালিয়ে যেতে চায় তাইফ।