টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের ধাক্কায় অটোভ্যানের ২ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল-জামালপুর সড়কের ধনবাড়ী উপজেলার কয়াপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মটবাড়ী এলাকার আখেরুজ্জামান ফরহাদ ও ভ্যানচালক একই এলাকার আব্দুল খালেক। এ ঘটনায় নিহত আখেরুজ্জামান ফরহাদের স্ত্রী নাহার আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধনবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, উপজেলার মটবাড়ী থেকে অটোভ্যানযোগে হতাহতরা ধনবাড়ীর দিকে যাচ্ছিলেন। এ সময় জামালপুর থেকে রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। বাসটি ধনবাড়ী উপজেলার কয়াপাড়া মোড় এলাকায় পৌঁছালে অটোভ্যানটি সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আহত নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এও