৬ বৈশাখ, ১৪৩২
১৯ এপ্রিল, ২০২৫

তৌহিদুল আলম খান ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি

Admin Published: January 25, 2024, 6:04 pm
তৌহিদুল আলম খান ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি

বেসরকারি ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. তৌহিদুল আলম খান। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

 ন্যাশনাল ব্যাংক জানায়, ব্যাংকিং খাতে ৩১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাংকার এর আগে প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কর্মরত ছিলেন। 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন এবং পরবর্তীতে ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন।  

তিনি প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, মধুমতি ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক-এ সিবিও, সিআরও ও ক্যামেলকো হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।