২৩ ভাদ্র, ১৪৩১
০৭ সেপ্টেম্বর, ২০২৪

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ প্রায় ৩১ হাজার অভিবাসী আটক

Admin Published: September 4, 2024, 1:41 pm
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ প্রায় ৩১ হাজার অভিবাসী আটক

ডিএনএন ডেস্ক :  মালয়েশিয়ায় বেশ কিছুদিন ধরেই চলছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। চলমান এই অভিযানে শত শত অভিবাসীকে আটক করছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। আর সর্বশেষ সোমবার আটকদের মধ্যে রয়েছেন ১৭ বাংলাদেশের নাগরিক।


জানা গেছে, অনেক দিন দেশটিতে থাকার পরও যাদের বৈধ কাগজপত্র নেই, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ধরপাকড় অভিযান নিয়ে অভিবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মালয়েশিয়ার পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে এ অভিযান চালাচ্ছে বলে জানা যায়।


সোমবার বেরিতা আরটিএম ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩১ হাজার ১৯৬ অবৈধ অভিবাসী এবং ১ হাজার ১৮ নিয়োগকর্তাকে আটক করেছে অভিবাসন বিভাগ। তবে এ অভিযানগুলোতে কতজন বাংলাদেশি আটক হয়েছেন তা জানা যায়নি।  তবে সোমবার আটকদের মধ্যে বাংলাদেশের ১৭, ইন্দোনেশিয়ার ৫, মায়ানমারের ১২ জন রয়েছে।