১৯ আশ্বিন, ১৪৩১
০৪ অক্টোবর, ২০২৪

পুতিনকে নিয়ে বিস্ফোরক তথ্য, গোপন ‘দুই ছেলের’ সন্ধান

Admin Published: September 6, 2024, 11:31 pm
পুতিনকে নিয়ে বিস্ফোরক তথ্য, গোপন ‘দুই ছেলের’ সন্ধান

ডিএনএন ডেস্ক :  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাবেক অলিম্পিয়ান অ্যালিনা কাবায়েভার সম্পর্ক নিয়ে গুঞ্জন বেশ পুরোনো। সেই সম্পর্ককে ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। দাবি করা হচ্ছে তার গোপন দুই ছেলে রয়েছে।

মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাবায়েভার সঙ্গে পুতিনের কেবল সম্পর্ক নয়, তার ঘরে দুই ছেলে সন্তান রয়েছে। দোসিয়ের সেন্টার নামের একটি সংস্থার বরাতে এমন দাবি করেছে প্রতিষ্ঠানটি।

মার্কিন এ সাময়িকীর দাবি, পুতিনের এ দুই সন্তান উচ্চ নিরাপত্তা সম্পন্ন একটি বাংলোতে বেড়ে উঠছেন। প্রকাশ্যে তারা একদম চলাচল করেন না। এমনকি বাবা-মায়ের সঙ্গে তেমন দেখা করারও সুযোগ পান না তারা।

পুতিনের মারিয়া (৩৯) ও ক্যাটারিনা (৩৮) নামে দুই মেয়ের বিষয়টি প্রকাশ্য। মেয়েদের সঙ্গে তার ছবিও রয়েছে। তাদের মা লাডমিলাকে ১৯৮৩ সালে বিয়ে করেন তিনি। তবে ২০১৪ সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।

২০০৮ সাল থেকে পুতিন ও কাবায়েভার সম্পর্ক শুরু হয় বলে দাবি দোসিয়ের সেন্টারের। ওই সময়ে তাদের দুই ছেলে সন্তানের জন্ম হয়। এর মধ্যে লাগানো নামের এক ছেলে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। আরেক সন্তান ভ্লাদিমিরের জন্ম হয় মস্কোতে।

দোসিয়ের সেন্টারের দাবি, মস্কোর প্রাসাদে তারা দুই ছেলে বসবাস করেন। তাদের সঙ্গে কোনো সমবয়সী শিশুকে মিশতে দেওয়া হয় না। এমনকি প্রাসাদে ব্যক্তিগত শিক্ষকের মাধ্যমে গান, সাঁতার এবং আর্টিস্টিক জিমন্যাস্টিক শেখানো হয় তাদের।

এর আগে গত বছর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, পুতিন ও কাবায়েভা তাদের ছেলেদের জন্য বিশাল বাংলো কিনেছেন।