২৩ ভাদ্র, ১৪৩১
০৭ সেপ্টেম্বর, ২০২৪

রাজশাহীতে দুই সপ্তাহব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা শুরু

Admin Published: September 1, 2024, 5:31 pm
রাজশাহীতে দুই সপ্তাহব্যাপী  বিভাগীয় বৃক্ষমেলা শুরু

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে দুই সপ্তাহব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা রাজশাহী নগর ভবনের গ্রীন চত্বরে শুরু হয়েছে। ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’- স্লোগানে শুরু হয়েছে এবারের মেলা।

রাজশাহী সামাজিক বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ মেলা উপলক্ষ্যে রবিবার বেলা এগারোটায় রাসিকের গ্রীন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা ও মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও রাসিকের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

বৃক্ষ রোপণের ওপর গুরুত্বারোপ করে রাসিক প্রশাসক বলেন, বৃক্ষ মানুষের উপকারি বন্ধু। ইসলাম ধর্মে বলা আছেÑ কোনো মানুষ যদি তার জীবদ্দশায় একটি বৃক্ষ রোপণ করেন, তবে তার মৃত্যুর পরে কোনো মানুষ ওই বৃক্ষের ফল খেয়ে বা বৃক্ষের ছায়ায় বিশ্রাম নিয়ে বা অন্য কোনোভাবে উপকৃত হয় তাহলে সেই বৃক্ষরোপণকারী সদকায়ে জারিয়ার সওয়াব পাবে। আবার হিন্দু ধর্মের দুর্গাপূজায় নয় প্রজাতির বৃক্ষ ছাড়া তাদের পূজা হয়না।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, গাছের অনেক ঔষধি গুণ আছে। তাই গাছের নাম জানা অতীব জরুরি। নাম না জানলে কোন গাছে কী উপকারিতা তা নির্ণয় করা সম্ভব নয়। 

রাজশাহী নগরীতে বৃক্ষ বিক্রয়ের জন্য নির্দিষ্ট কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, উপযুক্ত জায়গা পেলে বৃক্ষ বিক্রয়ের স্থান নির্ধারণ করা হবে। সহজে বৃক্ষ ক্রয়ের সুবিধা পেলে মানুষ বৃক্ষ রোপণের প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে। 

জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন র‌্যাব-৫ এর সহকারী পরিচালক ফাহাদুজ্জামান আকন্দ, বগুড়া সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: রফিকুজ্জামান শাহ্। এর আগে নগরীর রেলগেট থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগর ভবনের গ্রীন চত্বরে গিয়ে শেষ হয়। বিভিন্ন প্রজাতির বৃক্ষ নিয়ে এবারে মেলায় মোট ৬৬টি স্টল অংশগ্রহণ করছে।