২৩ ভাদ্র, ১৪৩১
০৭ সেপ্টেম্বর, ২০২৪

সার্টিফিকেটের সত্যতা নিয়ে রাবির দুই কমকর্তার বাকবিতণ্ডা !

Admin Published: July 10, 2024, 4:26 pm
সার্টিফিকেটের সত্যতা নিয়ে রাবির দুই কমকর্তার বাকবিতণ্ডা !

স্টাফ রিপোর্টার : নিজেদের সার্টিফিকেটের সত্যতা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই কর্মকর্তার মধ্যে তুমুল বাকবিতণ্ডা ও মুখযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ওই দুই কর্মকর্তা একে অন্যের বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতিরও অভিযোগ আনেন। বুধবার বেলা ১১টার দিকে বিশ^বিদ্যালয়ের প্রশাসন ভবনে তাদের মধ্যে এই বাকবিতণ্ডার ঘটনা ঘটে। 

দুই কর্মকর্তার এই ঘটনায় হতবাক হয়ে যান অন্য কর্মকর্তা ও কর্মচারীরা। তারা ওই দুই কর্মকর্তার সার্টিফিকেটের সত্যতা পরীক্ষার দাবি জানিয়েছেন। এই দুই কর্মকর্তা হলেন, রাবির হিসাব শাখার ডেপুটি পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার গোলাম কাওসার। তবে বিষয়টি অস্বীকার করেছেন উভয় কর্মকর্তা।

জানা যায়, বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে সিরাজুল ইসলাম ও গোলাম কাওসারের মধ্যে তর্ক শুরু হয়। তর্কের এক পর্যায়ে তারা একে অন্যের সার্টিফিকেটের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। দুজনেই দুজনের সার্টিফিকেট জাল বলে অভিযোগ তোলেন। এক পর্যায়ে অন্য কর্মকর্তা ও কর্মচারীরা তাদের থামায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, তারা দুজনেই দুজনের চাকরিতে দেয়া সার্টিফিকেটের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাহলে নিশ্চই এই বিষয়ে কোনো ঝামেলা আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিৎ তাদের সার্টিফিকেটের সত্যতা পরীক্ষা করা।

রাবি অফিসার সমিতির সভাপতি মুক্তাদির হোসেন রাহি বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের এমন কান্ড সমিচিন নয়। হয়ত তাদের সনদপত্রে ঝামেলা থাককে পারেন। বিষয়টি আজ ক্যাম্পাসে ব্যাপক চাউর হয়েছে। এ নিয়ে তদন্ত দরকার। সমিতির পক্ষ থেকে তাদের কাছে জানতে চাওয়া হবে।  

জানতে চাইলে অভিযুক্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম ও গোলাম কাওসার উভয়েই বিষয়টি অস্বীকার করেন। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক তারিকুল হাসান বলেন, এরকম কোনো ঘটনা আমি শুনিনি। এখন কোন অফিসার কোথায় কথাকাটাকাটি করেছে সে বিষয়ে তো আমার কাছে অভিযোগ আসতে হবে। তাহলে সেই অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব।#