১৯ আশ্বিন, ১৪৩১
০৪ অক্টোবর, ২০২৪

রাজধানীর দক্ষিণখানে পোশাকশ্রমিক খুন

Admin Published: January 27, 2024, 12:46 pm
রাজধানীর দক্ষিণখানে পোশাকশ্রমিক খুন

রাজধানীর দক্ষিণখান এলাকায় মারধরে মো. সজীব (১৭) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছে।  শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সজীব ওই এলাকায় একটি পোশাককারখানায় কাজ করত। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ডাঙ্গেরগাঁওয়ে। সে দক্ষিণখানের মুন্সি মার্কেট এলাকায় পরিবারের সঙ্গে থাকত।

এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান।

 ওসি সিদ্দিকুর রহমান বলেন, পূর্ববিরোধের জের ধরে এক সহকর্মীর মারধরে সজীব খুন হয়েছে। মাহিন নামের এক যুবক এ খুনের সঙ্গে জড়িত। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সজীবের বাবা শাহেদ আলী বলেন, আজ সকাল ৯টার দিকে গার্মেন্টসে যাওয়ার পথে তার সহকর্মী মাহিন পথ রোধ করে কথা-কাটাকাটি করে। একপর্যায়ে কিল-ঘুষি ও লাথি মারতে শুরু করে।

এতে  সজীব অচেতন হয়ে রাস্তায় পড়ে যায়। অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য সজীবের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সূত্র: প্রথম আলো