২৯ কার্তিক, ১৪৩২
১৩ নভেম্বর, ২০২৫

রাজশাহীতে চাকরি মেলায় নিয়োগ পাচ্ছেন ২৫০ চাকরি প্রত্যাশী

Admin Published: June 28, 2025, 5:21 pm
রাজশাহীতে চাকরি মেলায় নিয়োগ পাচ্ছেন ২৫০ চাকরি প্রত্যাশী

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত এবং শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের জন্য চাকরির সুযোগ তৈরি করতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ব্যতিক্রমধর্মী এক চাকরি মেলা। ইউসেপ বাংলাদেশ রাজশাহী অঞ্চলের উদ্যোগে শনিবার রাজশাহীর নভোথিয়েটার প্রাঙ্গনে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় দেশের ২০টি স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে, যেখানে কোন ধরনের রেজিস্ট্রেশন ফি ছাড়াই বিনামূল্যে প্রায় ২৫০ জনকে চাকরির জন্য চূড়ান্ত করা হবে।

সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ইউসেপ রাজশাহী ইনক্লসিভ কমিটি সভাপতি চৌধুরী সারোয়ার জাহান। স্বাগত বক্তব্য রাখেন- ইউসেপ বাংলাদেশ রাজশাহীর রিজিওনাল ম্যানেজার শাহিনুল ইসলাম।

মেলায় ইউসেফ বাংলাদেশের প্রাক্তন শিক্ষার্থী তাজিমুল ইসলাম নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ইউসেফ আমার জীবনের স্বপ্ন পূরণের পথ দেখিয়েছে। এখান থেকে কোর্স শেষ করেই আমি আরএফএল গ্রুপে চাকরি পেয়েছিলাম। তার এই সাফল্য মেলায় আগত তরুণদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

প্রাণ-আরএফএল প্রতিনিধি জুবায়ের আহমেদ জানান, প্রাণ-আরএফএল গ্রুপ এবং ইউসেপ বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর ও দীর্ঘদিনের। আমরা গর্বিত যে, বিগত ২০ বছর ধরে আমরা এই অসাধারণ প্রতিষ্ঠানটির সাথে একযোগে কাজ করে যাচ্ছি।

আয়োজকরা জানান, এই চাকরি মেলার মাধ্যমে রাজশাহীর উদ্যমী ও মেধাবী তরুণ-তরুণীদের সরাসরি নিয়োগ দেওয়া হবে। বলা হয়, এই মেলা থেকে বেশ কিছু যোগ্য প্রার্থী খুঁজে পাব, যারা আগামী দিনে প্রাণ-আরএফএল গ্রুপের সাফল্যের অংশীদার হবে।

এদিকে মেলায় সকাল থেকেই চাকরি প্রত্যাশীদের ভিড় দেখা যায়। প্রাণ-আরএফএল গ্রুপ, মেঘনা গ্রুপ, নেট্রো সিসটেম, রাজশাহী হাইটেক পার্ক, বিডিজবস.কমসহ বিভিন্ন কোম্পানির ২০টি স্টলে তরুণ-তরুণীরা তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন। উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অনেককে তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নিতেও দেখা যায়। আয়োজকরা জানান, মেলায় প্রায় এক হাজারেরও চাকরিপ্রার্থী আবেদন করেছেন, তাদের মধ্য থেকে ২৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহের পর প্রাথমিক মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি চূড়ান্ত করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ইউসেপ বাংলাদেশের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এসময় তিনি বলেন, এই মেলার মাধ্যমে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা সরাসরি চাকরির সুযোগ পাবেন, যা দেশের জন্য দক্ষ জনশক্তি গড়তে সহায়ক হবে। অনেকে পড়াশোনা শেষ করেও চাকরি পাচ্ছে না। এমন পরিস্থিতিতে শিক্ষিত বেকার যুবকদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে ইউসেপ বাংলাদেশের এই উদ্যোগ প্রশংসার যোগ্য। তিনি আরও বলেন, ইউসেপ বাংলাদেশের এই আয়োজন রাজশাহী বিভাগের জন্য একটি ইতিবাচক বার্তা।

ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম বলেন, ইউসেপ বাংলাদেশ কারিগরি শিক্ষার মাধ্যমে তরুণদের কর্মসংস্থান তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই চাকরি মেলা সেই প্রচেষ্টারই একটি অংশ, যা শিক্ষিত তরুণদের সরাসরি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হতে সাহায্য করবে।