২৩ ভাদ্র, ১৪৩১
০৭ সেপ্টেম্বর, ২০২৪

রাজশাহীতে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে কার মালিকের মৃত্যু

Admin Published: August 22, 2024, 5:25 pm
রাজশাহীতে গ্যাস নেওয়ার সময়  সিলিন্ডার বিস্ফোরণে কার মালিকের মৃত্যু


স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পাম্পে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে জাহিদুর রহমান খন্দকার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পবা উপজেলার খড়খড়ি কৈচাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুর রহমান খন্দকার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার গাছিয়াদিঘর এলাকার বাসিন্দা। তিনি বিস্ফোরণ হওয়া ওই প্রাইভেটকারের মালিক ছিলেন। তিনি নিজেই নিজের গাড়ি চালাতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পবা উপজেলার খড়খড়ি কৈচাতলা এলাকায় বিসিক-২ এর সামনে ওই পাম্পে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারটিতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় প্রাইভেটকারের কাছে দাঁড়িয়ে থাকা জাহিদুর রহমানের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

আগুন ছড়িয়ে পড়লে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই প্রাইভেটকারটির পেছনের অংশে থাকা গ্যাস সিলিন্ডারসহ ব্যাকডালা চুরমার হয়ে যায়।

রাবির ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, পাম্পে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে তার আগেই বিস্ফোরণে ওই প্রাইভেটকারটি মালিকের মৃত্যু হয়। 

নগরীর চন্দ্রিমা থানা পুলিশের ওসি ইসমাইল হোসেন বলেন, প্রাইভেটকারটির মালিক জাহিদুর রহমান খন্দকার নিজেই তার গাড়ি চালাতেন। গাড়িতে গ্যাস নেওয়ার পর হঠাৎ সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।