২৩ ভাদ্র, ১৪৩১
০৭ সেপ্টেম্বর, ২০২৪

সত্যিই কি তিয়াসা ‌বিয়ের আগেই প্রেগন্যান্ট’?

Reporter Published: January 27, 2024, 4:21 pm
সত্যিই কি তিয়াসা ‌বিয়ের আগেই প্রেগন্যান্ট’? Caption

তিয়াসা রায়, ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী।  সম্প্রতি এক রিয়ালিটি শো-য়ে এসে তিয়াসা নিজেই জানিয়েছিলেন ২০২৫ সালে বিয়ে করবেন তিনি। প্রথম বার বিয়ে ভাঙার পর দ্বিতীয় বার শুরু করবেন নতুন জীবন। তবে তাকে নিয়ে গুঞ্জন রটেছে, তিনি নাকি মা হতে চলেছেন।  সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ঘুরছে, “বাবা কে?” 

তার দু’টি ধারাবাহিকের নায়ক নীল ভট্টাচার্যের সঙ্গে একটি রিলস ভিডিও শেয়ার করেছেন তিয়াসা। পরেছিলেন সাদা রঙের পোশাক।  সোশ্যাল মিডিয়ায় লোকজন বলছে, “ওই পোশাক থেকেই নাকি ফুটে উঠছে বেবিবাম্প”!

সোশ্যাল মিডিয়ার লোকজন কটাক্ষ করে বলছেন, “বিয়ের আগেই প্রেগন্যান্ট’? 

তবে সত্য হলো- মোটেও অন্তঃসত্ত্বা হননি তিয়াসা। পোশাকের কারণে শরীরের মেদকেই ‘বেবিবাম্প’ হিসেবে ‘ভুল’ করেছেন অনেকেই।


নায়ক-প্রযোজক সোহেলের সঙ্গে কিছু দিন আগেই প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে তিয়াসার।  এই অভিনেত্রী এখন কাজেই ফোকাস করতে চান। 

আর ২০২৫ সালে বিয়ে নিয়ে এই অভিনেত্রীর বক্তব্য, “আমি এমনিই বলেছিলাম ২০২৫-এর বিয়ে করে নেব। অক্টোবর বলেছিলাম কারণ, ওই সময় আবহাওয়াটা বেশ ভাল থাকে। খুব একটা গরমও নয়, আবার খুব বেশি ঠাণ্ডাও পড়ে না। সেটা নিয়ে যে আলোচনা হবে বুঝতে পারিনি।”