২৩ ভাদ্র, ১৪৩১
০৭ সেপ্টেম্বর, ২০২৪

নিশান্তের সঙ্গে নয়, প্রেম অন্য কারও সঙ্গে: কঙ্গনা

Admin Published: January 24, 2024, 6:29 pm
নিশান্তের সঙ্গে নয়, প্রেম অন্য কারও সঙ্গে: কঙ্গনা

সম্প্রতি ভারতের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে যান বলিউড কুইন কঙ্গনা রানাউত। সেখানে সহকর্মীদের সঙ্গে খুব একটা দেখা যায়নি তাকে। পুরো সময় কাটিয়েছেন ভারতের বিশিষ্ট ব্যবসায়ী নিশান্ত পিত্তির সঙ্গে। এরপরই রটে নিশান্তের সঙ্গে কঙ্গনার সম্পর্কে জড়ানোর খবর। 

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কঙ্গনা। জানালেন, নিশান্তের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নেই, প্রেম করছেন অন্য কারও সঙ্গে এবং সঠিক সময়ে তা প্রকাশ করবেন।

কঙ্গনা বলেন, ‘এইসব ভুয়া খবর ছড়াবেন না। নিশান্ত নিজের ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দারুণ সুখী। আমি অন্য কারোর সঙ্গে প্রেম করছি। সঠিক সময় আসুক, তারপর আপনাদের জানাব। একজন যুবতী মেয়ের সঙ্গে প্রতিদিন নিত্যনতুন পুরুষের নাম জড়ানো একেবারেই ঠিক না। আমরা শুধু ছবি তুলেছি মাত্র। অযথা, লজ্জা দেবেন না আমাদের। এটা নিয়ে বাড়াবাড়ির প্রয়োজন নেই।’

অভিনেত্রীর এমন স্বীকারোক্তির পর প্রশ্ন উঠেছে, তাহলে কার সঙ্গে প্রেম করছেন কঙ্গনা? তবে সে বিষয়ে জানতে অপেক্ষা করতে হবে কঙ্গনার নতুন স্বীকারোক্তি পাওয়া পর্যন্ত।