৫ ফাল্গুন, ১৪৩১
১৮ ফেব্রুয়ারি, ২০২৫

বাঘায় হেরোইন ও ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

Admin Published: January 11, 2025, 4:23 pm
বাঘায় হেরোইন ও ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলায় এক মাদক কারবারির বাড়ির শৌচাগারের লো কমোড থেকে হেরোইন ও ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় চপল আলী (৩৮) নামের এক মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়েছে। চপলের বাড়ি বাঘার আলাইপুর গ্রামে।

শনিবার ভোররাতে র‌্যাব রাজশাহীর একটি দল এ অভিযান চালায়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযানে ওই বাড়ি থেকে ১৬১ বোতল ফেনসিডিল ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, চপল এলাকার চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘ দিন ধরেই সে মাদক কারবারে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক ও হত্যাচেষ্টাসহ মোট ৮টি মামলা রয়েছে। হেরোইন ও ফেনসিডিল উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করা হয়েছে।