৬ ফাল্গুন, ১৪৩১
১৮ ফেব্রুয়ারি, ২০২৫

গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদ রাজশাহীর নির্বাহী কমিটি গঠন

Admin Published: January 24, 2025, 6:06 pm
গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদ রাজশাহীর নির্বাহী কমিটি গঠন

ডিএনএন ডেস্ক: গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদ রাজশাহী এর সাধারণ সভা গত ২৩ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজশাহী মহানগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদ রাজশাহী এর আহ্বায়ক মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে এবং সদস্য সচিব সোহেল মাহবুব এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট আইনজীবি আবুল কাশেম, রাজশাহী জজ কোর্টের জিপি রাজশাহী জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি এ্যাড. মাইনুল আহসান পান্না,  সাধারণ সম্পাদক জমশেদ আলী, বিশিষ্ট কথাশিল্পী ডা: নাজিব ওয়াদুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার ইফতেখারুল আলম মাসউদ, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, দৈনিক ইনকিলাব পত্রিকার বিশেষ প্রতিনিধি রেজাউল করিম রাজু, এ্যাড. মুরাদ মোর্শেদ, রাবি হিসাব বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর  ড. দিল আরা হোসেন, কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন প্রমুখ। সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আলী, ফার্মেসী বিভাগের সভাপতি প্রফেসর শাহনাজ পারভীন, রাবি ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের রাবির প্রধান সম্বয়ক মিশকাত মিশুসহ আইনজীবি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও রাজশাহী বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদ রাজশাহীর ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠিত। এতে বিশিষ্ট গবেষক মাহবুব সিদ্দিকী সভাপতি মনোনীত হয়েছেন। সহ-সভাপতি পদে যথাক্রমে বিশিষ্ট কথাশিল্পী ডা: নাজিব ওয়াদুদ, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার ইফতেখারুল আলম মাসউদ মনোনীত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে দৈনিক নতুন প্রভাত পত্রিকার সম্পাদক কবি সোহেল মাহবুব মনোনীত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক প্রফেসর ড. কাজী মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এস মনিরুল ইসলাম জোহা, রাজশাহী রিডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু, সাংবাদিক ও গবেষক সরদার আবদুর রহমান, রাবি হিসাব বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর  ড. দিল আরা হোসেন, দৈনিক ইনকিলাব পত্রিকার বিশেষ প্রতিনিধি রেজাউল করিম রাজু, ডা. আফজালুর রহমান সিদ্দিকী মুকুল, রাজশাহী জজ কোর্টের জিপি রাজশাহী জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি এ্যাড. মাইনুল আহসান পান্না ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক কবি মোস্তাক রহমান মনোনীত হয়েছেন।