২৯ কার্তিক, ১৪৩২
১৩ নভেম্বর, ২০২৫

প্রতিহিংসা নয়, ঐক্যের মাধ্যমে দেশ গড়তে চায় বিএনপি : রায়হান

Admin Published: October 7, 2025, 12:10 am
প্রতিহিংসা নয়, ঐক্যের মাধ্যমে দেশ গড়তে চায় বিএনপি : রায়হান

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান বলেছেন, "আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। রাজনীতি হতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নের জন্য। বিএনপি সব সময়ই গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের ভোটাধিকারের পক্ষে কাজ করে আসছে। বিএনপির ৩১ দফা রূপরেখা সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা।


সোমবার বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলায় আয়োজিত 'বিএনপির ৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ' বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজ দেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে না। প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। বিরোধী মত দমনে ভিন্নমতাবলম্বীদের হয়রানি করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে কারও প্রতি প্রতিশোধ নয়, বরং ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার কাজ করবে।

মোহনপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রায়হান আরো বলেন, বিএনপির ৩১ দফা রূপরেখা শুধু রাজনৈতিক নয়, এটি একটি সার্বিক জাতীয় পুনর্গঠনের অঙ্গীকার। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে আইনের শাসন থাকবে, মানুষ হবে মর্যাদাবান, এবং কেউ অন্যায়ের শিকার হবে না। দেশে এখন যে ভয়ভীতির পরিবেশ—তা দূর করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন,“আমরা চাই তরুণ প্রজন্ম রাজনীতিতে অংশ নিক, নীতির রাজনীতি শিখুক। কারণ ভবিষ্যতের বাংলাদেশ তাদের হাতেই গড়া হবে। দেশের প্রতিটি মানুষ যেন নিরাপদে, সম্মানের সঙ্গে বাঁচতে পারে—এটাই আমাদের লক্ষ্য।

পরে রায়হানের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা মোহনপুর বাজার এলাকায় ৩১ দফা রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ করেন। তারা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে বিএনপির আন্দোলন, ভবিষ্যৎ কর্মসূচি ও নির্বাচনপূর্ব পরিকল্পনা সম্পর্কে ধারণা দেন।