৫ ফাল্গুন, ১৪৩১
১৮ ফেব্রুয়ারি, ২০২৫

ভালো শুরুর পরও বিপদে রাজশাহী, ১৭১ রানের লক্ষ্য রংপুরের

Admin Published: January 23, 2025, 4:32 pm
ভালো শুরুর পরও বিপদে রাজশাহী, ১৭১ রানের লক্ষ্য রংপুরের

 ডিএনএন ডেস্ত: শুরুর তেজস্বী ভাব শেষ পর্যন্ত ধরে রাখতে পারল না দুর্বার রাজশাহী। তাদের লাগাম টেনে ধরে রংপুরের বোলাররা। শেষ দিকে এসে একের পর এক উইকেট হারিয়েছে পদ্মাপাড়ের দলটা। থেমেছে ৯ উইকেটে ১৭০ রানে। অথচ শুরুটা ছিল ঝড়ের মতো।


বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ৭ ওভারে ৭৫ রান তুলে মাত্র ১ উইকেট হারায় রাজশাহী। মোহাম্মদ হারিস ১২ বলে ১৯ করে আউট হলেও রানের গতি ধরে রাখেন সাব্বির হোসেন। জ্বলে উঠার দিনে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ১৯ বলে ৩৯ রান করে ফেরেন সাব্বির। ৭.২ ওভারে তাকে ফেরান খুশদিল। পরের বলেই রায়ান বার্লকেও ফেরান খুশদিল। তাতে খানিকটা ধাক্কা খায় রাজশাহী।


তবে সেখান থেকে দলকে টানেন ইয়াসির আলি। এনামুল হক বিজয়কে দর্শক বানিয়ে মাত্র ২৭ বলে তুলে নেন ফিফটি। তবে ৩২ বলে ৬০ করে খুশদিলের বলে থামতে হয় তাকে। দুই বল পর ফেরেন বিজয়ও।



রান আউট হওয়ার আগে বিজয় করেন ৩১ বলে ৩৪। এরপর আকিফ জাভেদের তোপে দ্রুত আরো ৩ উইকেট হারায় রাজশাহী। আর কেউ পারেননি থিতু হতে। শেষ ২৬ বলে মাত্র ১৮ রান যোগ করতেই ৫ উইকেট হারায় তারা।


খুশদিল ও আকিফ জাভেদ নেন ৩টি করে উইকেট। নাহিদ রানা ও রাকিবুল হাসান ১টি করে উইকেট তোলেন।