
স্টাফ রিপোর্টার :রাজশাহীতে বেঙ্গল মিশ্র সারে আলু চাষে বাম্পার ফলের সম্ভাবনা দেখা দিয়েছে। চলতি রবি মৌসুমে রাজশাহীর বিভিন্ন উপজেলায় চাষিরা আলুর চাষাবাদে বেঙ্গল মিশ্র সার ব্যবহার করেছে। বর্তমানে বেঙ্গল মিশ্র সারে চাষাবাদকৃত জমিতে আলুর গাছ ভালো হয়েছে এবং পর্যাপ্ত আলু ধরা শুরু হয়েছে।
সম্প্রতি জেলার তানোর, বাগমারা, গোদাগাড়ী, পবা, মোহনপুর, দূর্গাপুর, পুঠিয়া এলাকার আলুর ক্ষেত পরিদর্শন এবং কৃষকদের সাথে কথা বলে এ তথ্য জানাগেছে।
এবছর রাজশাহীতে লক্ষ্যমাত্রার অতিরিক্ত জমিতে আলুর চাষাবাদ হয়েছে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে।
শেষ পর্যন্ত আবহাওয়া আলু চাষের অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে বলে জেলা কৃষি বিভাগ আশা করছে।
চলতি মৌসুমে জেলায় ৩৮ হাজার ৫ শত হেক্টর জমিতে আলুর চাষাবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে তিন হাজর হেক্টর বেশি বলে জানাগেছে।
জেলার সকল উপজেলায় ভিন্ন ভিন্ন সারের পাশাপাশি কৃষকরা এ বছর আলু চাষে বেঙ্গল মিশ্র সারের ব্যবহার করেছে। বিগত বছরগুলোতে বেঙ্গল মিশ্র সার ব্যবহার করে কৃষকরা ভালো ফলন পাওয়ায় এবছর ব্যবহারের পরিমান বেড়ে গেছে।
রাজশাহী জেলার তানোরের আবদুর রাজ্জাক নামের এক কৃষক এবছর চার শত বিঘা জমিতে আলুর চাষাবাদ করেছেন। এর মধ্যে পঞ্চাশ বিঘা জমিতে তিনি শুধু বেঙ্গল মিশ্র সার দিয়ে আলাদা করে আলুর চাষাবাদ করেছেন। জমিতে বর্তমানে আলুর গাছের অবস্থা খুবই ভালো এবং আলু ধরাও শুরু হয়েছে বলে তিনি জানান।
তবে তার প্রজেক্টে অন্যান্য আলুর মতোই বেঙ্গল মিশ্র সার দিয়ে চাষাবাদ করা আলুর বাম্পার ফলন হবে বলে তিনি আশা করছেন।
সাউথ বেঙ্গল ফার্টিলাইজার মিলস লিমিটেড ও নোয়াপাড়া গ্রুপের উৎপাদিত বেঙ্গল (এনপিকেএস) মিশ্র সার ব্যবহারের করে এবছর আলুর বাম্পার ফলের সম্ভাবনা রয়েছে বলে রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার চাষি লাল মোহাম্মাদ, বাগমারার শামসুর রহমান, পবার আব্দুল খালেক, মোহনপুরের ইউসুফ আলী জানিয়েছেন।
মাঠ পর্যায়ে কৃষকদের সাথে কথা বলে জানাগেছে, বেঙ্গল মিশ্র সার যেহেতু চারটি সারের মিশ্রন দিয়ে তৈরী ফলে চাষাবাদের আলাদা ঝামেলা পোহাতে হয়না।
ফসল বুঝে পরিমন মতো একটি সার ব্যবহার করলেই ভালো ফলন পাওয়া যায়।
এবছর আলু চাষাবাদে বেঙ্গল মিশ্র সারের ব্যবহারে বাম্পার ফলনে আশাবাদী চাষীরা।
২৫ জানুয়ারি শনিবার সকালে জেলার তানোরের আলু চাষী আব্দুর রাজ্জাকের বেঙ্গল মিশ্র সার দিয়ে চাষাবাদকৃত আলুর ক্ষেত পরিদর্শন করেন, কোম্পানীর এরিয়া ম্যানেজার ফারুক হোসেন বাবু, বিসিআইসি সার ডিলার গৌতম কুমার শাহ্, মফিজুল ইসলাম রিপনসহ স্থানীয় কৃষকরা।
এ সময় বেঙ্গল মিশ্র সারের কার্যকারিতা নিয়ে কৃষকরা সন্তোষ প্রকাশও করেন। তাছাড়া বাজারে বিভিন্ন সময় সারের সরবরাহ ও দাম নিয়ে ঝামেলা হলেও বেঙ্গল মিশ্র সারের সহজলভ্যতা এর চাহিদা আরো বাড়িয়ে দিয়েছে বলেও জানা গেছে।