ডিএনএন ডেস্ক : পশ্চিমাঞ্চল রেলওয়ের বৃহত্তম পাকশী বিভাগে ট্রেন চলাচল শুরু হয়েছে। এদিন প্রথমে মাল ও তেলবাহী ট্রেন চলে। আগামীকাল থেকে এই বিভাগের সব মেইল, লোকাল ও কমিউটারসহ মোট ৩৪টি ট্রেন চলাচল করবে। আর আগামী ১৫ আগস্ট থেকে সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে।
সোমবার (১২ আগস্ট) বিকেল ৫টা থেকে আন্তঃনগর টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলওয়ের পাকশী বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ দৈনিক কালবেলাকে ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন। পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, সরকারি নির্দেশনা মোতাবেক আজ থেকে মালবাহী ও তেলবাহী ট্রেন চলছে। সোমবার পাকশী বিভাগীয় দপ্তরে মিটিং হয়েছে। মিটিংয়ে পাকশী বিভাগের অধীনে মঙ্গলবার থেকে মোট ৩৪টি ট্রেন চলাচল করবে বলে সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন রয়েছে। পাকশী বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নূরুল আলম জানান, পাকশী রেল বিভাগের অধীনে ট্রেন চলাচলের নির্দেশনা পেয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক শাখার পক্ষ থেকে এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাকশী বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ বলেন, ১২ আগস্ট সোমবার থেকে মাল ও তেলবাহী ট্রেন চলছে। ১৩ আগস্ট মঙ্গলবার থেকে বিভাগের সব মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন চলাচল করবে। আর ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন চলাচল করবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার মধ্যে গত ১৯ জুলাই রাত থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ যায়। কারফিউ জারির পর ২০ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। বন্ধের ১৩ দিন পর ১ আগস্ট থেকে পশ্চিমাঞ্চল রেলের বৃহত্তম পাকশী বিভাগে ১৭টি ট্রেন চলাচল শুরু করে। পরে ৪ আগস্ট রাতে ফের অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে।