৫ ফাল্গুন, ১৪৩১
১৮ ফেব্রুয়ারি, ২০২৫

বিচারের নামে যারা নির্যাতন করেছে, তাদের তালিকা প্রকাশ করুন: জামায়াত

Admin Published: January 25, 2025, 4:28 pm
বিচারের নামে যারা নির্যাতন করেছে, তাদের তালিকা প্রকাশ করুন: জামায়াত

ডিএনএন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আপনারা তো অনেক সংস্কার হাতে নিয়েছেন। তাহলে বিগত সময়ে যারা মানুষের ওপর জুলুম-নির্যাতন করেছে, চাঁদাবাজি-টেন্ডারবাজিসহ মানুষকে বিচারের নামে খুন করেছে, তাদের কালো তালিকা প্রকাশ করুন। আমরা সব অন্যায়ের বিচার দাবি করেছি। সব হত্যার বিচার করতে হবে।”


শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে দিনাজপুর গোর-এ শহীদ ময়দান (বড় মাঠে) জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। 


ডা. শফিকুর রহমান বলেন, “আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে দেশের মানুষের সঙ্গে তামাশা করেছে। রডের বদলে বাঁশ উপহার দিয়েছে। সিমেন্টের সঙ্গে ছাই মিশিয়ে দিয়েছে। তারা দেশের মানুষদের শান্তিতে থাকতে দেয়নি। দেশের ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা জামায়াতের নেতাকর্মীদের ওপর জুলুম করেছে। তাদের অত্যাচর-নির্যাতনের কারণে জামায়াতের নেতাকর্মীরা ঘরে থাকতে পারেনি। গত সাড়ে ১৫ বছর আমরা শান্তিতে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারিনি।