২৭ কার্তিক, ১৪৩২
১১ নভেম্বর, ২০২৫

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুনের ঘটনায় দুজন গ্রেফতার

Admin Published: April 19, 2025, 12:01 am
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুনের ঘটনায় দুজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আকরাম আলী (৪৫) হত্যার ঘটনায় রুমেল (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুমেল (২৫) তালাইমারী এলাকার রেজাউল ইসলামের ছেলে। তিনি ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় রুমেল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সে তদন্তপ্রাপ্ত আসামি। তাকে আদালতে চালান দেওয়া হয়েছে।

এদিকে একই অেিভযোগে রাজশাহী র‌্যাবের সদস্যরা আরো এক আসামীকে গ্রেফতার করেছে। তবে তার বিরুদ্ধে এখনো কোন তথ্য দেয়নি র‌্যাব। শনিবার বেলা ১০ টায় রাজশাহী র‌্যারেব সদর দফতরে প্রেস ফিফিংয়ের মাধ্যমে র‌্যাব আসামী সম্পর্কে তথ্য দিবে বলে সাংবাদিকদের জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরাম আলীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এ সময় তার ছেলে ইমাম হাসান অনন্ত আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকরাম আলীকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের ছেলে ইমাম হাসান অনন্ত বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় সাতজনসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলায় আসামিরা হলো, তালাইমারী শহিদ মিনার এলাকার কালু মিয়ার ছেলে মো. নান্টু (২৮), মৃত রতনের ছেলে মো. বিশাল (২৮), মৃত আবদুস সাত্তারের ছেলে মো. খোকন মিয়া (২৮), তালাইমারী বাবর আলী রোড এলাকার শাহীনের ছেলে তাসিন হোসেন (২৫) ও মো. অমি (২৫), জামালের ছেলে মো. নাহিদ (২৫) এবং পিরুর ছেলে মো. শিশির (২০)।