২৯ কার্তিক, ১৪৩২
১৩ নভেম্বর, ২০২৫

যত দ্রুত নির্বাচন, ততই মঙ্গল: মির্জা ফখরুল

Admin Published: November 13, 2025, 7:32 pm
যত দ্রুত নির্বাচন, ততই মঙ্গল: মির্জা ফখরুল

ডিএনএন ডেস্ক: ‘যত দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা যায় ততই মঙ্গল’ মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে নির্বাচনের কোনো বিকল্প নেই।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।


‘পিআর এখনো জনগণের কাছে বোধগম্য নয়’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব আমাদের দেশের সাধারণ মানুষ কিছুই বুঝে না।


তিনি আরও বলেন, পাকিস্তানের সময় থেকে গণতন্ত্রকে বারবার হরণ করা হয়েছে, নষ্ট করা হয়েছে। এবার জুলাই যোদ্ধারা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ করে দিয়েছে গণতন্ত্রকে। এই প্রচেষ্টা ধরে রাখবে বিএনপি