২৯ কার্তিক, ১৪৩২
১৩ নভেম্বর, ২০২৫

বিপিএলের নিলামে দেশি খেলোয়াড়দের বাজেট সাড়ে ৪ কোটি

Admin Published: November 12, 2025, 11:47 pm
বিপিএলের নিলামে দেশি খেলোয়াড়দের বাজেট সাড়ে ৪ কোটি

ডিএনএন ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলাম আগামী ২৩ নভেম্বর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে। আগামী ২১ নভেম্বর এই নিলাম থাকলে ফ্রাঞ্চাইজিদের অনুরোধে নিলাম দুদিন পিছিয়ে দেওয়া হয়েছে। এর আগে, নিলামের সাম্ভাব‌্য তারিখ ছিল ১৭ নভেম্বর। প্রস্তুতিতে সময় দেওয়ায় বারবার পেছাচ্ছে খেলোয়াড়দের দলে ভেড়ানোর প্রক্রিয়া, নিলাম।


বিপিএলের নিলাম নিয়ে মঙ্গলবার (১১ নভেম্বর) রাইজিংবিডি খবর প্রকাশ করেছিল। যেখানে নিলামের খবর আগেভাগেই জানানো হয়েছিল। মঙ্গলবার বিসিবি আনুষ্ঠানিকভাবে নিলামের দিনক্ষণ, প্রক্রিয়া জানিয়েছে।


দলগুলোতে স্থানীয় ক্রিকেটার থাকতে পারবে সর্বোচ্চ ১৫ জন। বিদেশি ক্রিকেটার অগণিত। স্থানীয়দের জন‌্য বাজেট থাকবে ৪ কোটি ৫০ লাখ টাকা। এই বাজেট সরাসরি সাইনিং করা খেলোয়াড়দের বাইরে। নিলামের আগে সরাসরি সর্বোচ্চ দুজন বাংলাদেশি (এ ও বি ক্যাটাগরি) খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ থাকবে। নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল‌্য থাকবে ৫০ লাখ টাকা। প্রতিটি ডাকে মূল‌্য বাড়ানো যাবে ৫ লাখ টাকা। ফলে ফ্রাঞ্চাইজিদের হিসেব কষেই দল বাছাই করতে হবে।


বিদেশি ক্রিকেটারদের জন‌্য নিলামে সর্বোচ্চ বাজেট ৩ লাখ ৫০ হাজার ডলার। যার মধ‌্যে সরাসরি সাইনিং করানো খেলোয়াড়দের দামও থাকবে। নিলামের আগে সরাসরি সাইনিং করানোর সুযোগ রয়েছে। নিলাম থেকে কিনতে হবে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার। স্থানীয় ক্রিকেটার নিতে হবে সর্বনিম্ন ১১ জন। স্থানীয় ক্রিকেটারদের মতো বিদেশিদের নিলামেও সর্বোচ্চ ৫ হাজার ডলার করে বাড়ানো যাবে।


স্থানীয় ক্রিকেটারদের জন‌্য পারিশ্রমিকের ছয়টি ক‌্যাটাগরি করেছে বোর্ড। এ ক‌্যাটাগরির পারিশ্রমিক ৫০ লাখ। এরপর যথাক্রমে ৩৫, ২২, ১৮, ১৪ ও ১১ লাখ।


নিলামে এখানেও কিছু নিয়ম আছে। এ ক‌্যাটাগরি থেকে খেলোয়াড় নিতে হবে অন্তত একজন। বি ক‌্যাটাগরি থেকে দুইজন, সি ও ডি ক‌্যাটাগরি থেকে তিন জন করে, ই ও এফ ক‌্যাটাগরি থেকে অন্তত দুজন করে খেলোয়াড় নিতে হবে।

বিদেশি খেলোয়াড়দের জন‌্য পাঁচটি ক‌্যাটাগরি করা হয়েছে। এ ক‌্যাটাগরিতে সর্বোচ্চ পারিশ্রমিক ৩৫ হাজার ডলার। এরপর রয়েছে বি, সি, ডি এবং ই। পারিশ্রমিক যথাক্রমে ২৫, ২০, ১৫ ও ১০ হাজার ডলার।