স্টাফ রিপোর্টার : কাজ করার সময় রাজশাহীতে খুঁটির ওপর বিদ্যুতায়িত হয়ে নেসকোর দুই কর্মচারী গুরুত্বর আহত হয়েছেন। এদের মধ্যে একজন নিচে পড়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক। অপরজন মইয়ের সঙ্গে সেইফটি বেল্ট বাধা অবস্থায় ঝুলছিলেন।
মঙ্গলবার রাজশাহী নগরের আদুবুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুজন হলেন, নেসকোর লাইনম্যান আব্দুল হক ও লাইন সাহায্যকারী আবু তালেব। নিচে পড়ে যাওয়া আব্দুল হককে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর আবু তালেব রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধিন।
নগরের কাশিয়াডাঙ্গা থানার ওসি আজিজুল বারী জানান, দুই কর্মচারী ট্রান্সফরমারের কাজের জন্য বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন। সেখানে বেশ কয়েকটি বিদ্যুতের সঞ্চালন লাইন ছিল। একটি লাইন বন্ধ করা হলেও আরেকটি চালু ছিল। ফলে কাজ করার সময় প্রথমে একজন এবং পরে অন্যজন বিদ্যুতায়িত হন।
নেসকোর রাজশাহী-১ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রশিদ জানান, এ ঘটনায় নেসকো একটি তদন্ত কমিটি গঠন করেছে। কেন এ ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে। পাশপাশি দুই কর্মচারীর সর্বোচ্চ ভালো চিকিৎসা নিশ্চিত করতে নেসকো তৎপর রয়েছে বলেও তিনি জানিয়েছেন।