ডিএনএন ডেস্ক: ময়নসিংহের হালুয়াঘাটে গভীর রাতে শ্বশুর বাড়ি থেকে জামাতা ও নাতির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। জোড়া হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে।মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- জামাতা রতন মিয়া (৩৫) ও তার মেয়ে নুরিয়া খাতুন (৭)।
রতন মিয়া প্বার্শবর্তী নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় এলাকার খিশাকুড়ির আমির হোসেনের ছেলে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১০ বছর আগে শেরপুরের নালিতাবাড়ীর উপজেলার রতনের সাথে বিয়ে হয় হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া এলাকার দুলাল মিয়ার মেয়ে জুলেখা খাতুনের। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে থাকতেন রতন।
এদিকে স্বামী সন্তানকে রেখে বছর দুই এক আগে দুবাই চলে যান জুলেখা। ২০২৪ সালে ছুটি কাটিয়ে আবার ফিরে যান জুলেখা। সম্প্রতি ফের ছুটিতে বাড়িতে আসেন তিনি। স্বামী রতন এবার তাকে বিদেশ না যেতে বলেন। এ নিয়ে কয়েকদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। রতনের পরিবারের অভিযোগ, এ ঘটনাকে কেন্দ্র করে রতন ও তার মেয়েকে হত্যা করা হয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”