২৯ কার্তিক, ১৪৩২
১৩ নভেম্বর, ২০২৫

রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে কুপিয়ে হত্যা, স্ত্রী জখম

Admin Published: November 13, 2025, 6:16 pm
রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে কুপিয়ে হত্যা, স্ত্রী জখম

স্টাফ রিপোর্টার : রাজশাহী নহরীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম তাওসিফ রহমান সুমন (১৮)। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নগরীর ডাবতলা এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত তাওসিফ রহমান সুমন রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি আহত হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান তিনি।