
ডিএনএন ডেস্ক: মুখোমুখি দেখা, সাম্প্রতিক পারফর্ম কিংবা শক্তিমত্তা—সব বিভাগে আফগানিস্তানের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ। তবে এ বছরের ওয়ানডের পরিসংখ্যান অবশ্য ভিন্ন কথা বলছে। ৬ ম্যাচের একটিতে মাত্র জিতেছে টাইগাররা। আফগানদের বিপক্ষে সবশেষ সিরিজও খোয়া গেছে। তাই সতর্ক মেহেদী হাসান মিরাজের দল।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ আবুধাবিতে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে দিবা-রাত্রির ম্যাচ। আগের সিরিজ জেতায় ফুরফুরে মেজাজে টাইগাররা। ছোট ফরম্যাটে হোয়াইটওয়াশের বদলা পঞ্চাশ ওভারের সিরিজে নিতে মরিয়া আফগানিস্তান।
ওয়ানডেতে তাই সেরা দল নিয়েই নামবে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান ছন্দে আছেন। ওপেনিংয়ে অভিষেক হয়ে যেতে পারে সাইফ হাসানের। টি-টোয়েন্টি দলে না থাকা ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন এবার দৃশ্যপটে। মিডলঅর্ডারে তাওহিদ হৃদয়, শামমি হোসেন, জাকের আলী ও নুরুল হাসানের মধ্যে একজন একাদশের বাইরে থাকবেন।
পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। বাংলাদেশ আজ তিন স্পিনার খেলালে সুযোগ পাবেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। তিন পেসার খেলালে বাদ পড়তে পারেন রিশাদ।
আবুধাবিতে শেষ পাঁচটি ডে-নাইট ওয়ানডের চারটিতেই জিতেছে আগে ব্যাট করা দল। বাংলাদেশের মতো আফগানিস্তানও তাই ব্যাটিংয়ে শক্তি বাড়িয়েছে। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির তুরুপের তাস হতে পারেন অলরাউন্ডার আজমতউল্লাহ গুরবাজ। বোলিংয়ে ভরসা দুই অভিজ্ঞ স্পিনার রশিদ খান ও মোহাম্মদ নবী। বাকিরা নতুন। প্রায় আট মাস পর ওয়ানডে খেলতে নামছে আফগানরা। এটা বাংলাদেশকে বাড়তি সুবিধা দিতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান/মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি/নুরুল হাসান, শামীম হেসেন, রিশাদ হোসেন/তানজিম হাসান, তানভির ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।