
স্টাফ রিপোর্টার : জশাহীর মোহনপুরে অনুষ্ঠিত কমিউনিটি সংলাপে শিশুদের সকল প্রকার সহিংসতা, শোষণ, নির্যাতন ও অবহেলা থেকে নিরাপদ রাখা ও তাদের সুরক্ষা ব্যবস্থা জোরদারের তাগিদ দেওয়া হয়েছে।
বুধবার জেলার মোহনপুর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। অ্যাকপেট ইন্টারন্যাশনালের সহায়তায় উন্নয়ন সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি এ সংলাপের আয়োজন করে।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জোবায়দা সুলতানা। তিনি শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে শিশুর নেতৃত্বে পরিচালিত গবেষণার ফলাফলের প্রশংসা করে বলেন, আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তিনি সরকারি-বেসরকারী সমন্বয়ের মাধ্যমে শিশুদের নিয়ে কার্যক্রম বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।
সংলাপে অতিথি হিসেবে উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, যুব উন্নয়ন অফিসার সঈদ আলী রেজা, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, মোহনপুর থানাও ওসি আতাউর রহমান, মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম শেখ প্রমূখ বক্তব্য রাখেন।
এসিডি প্রকল্প সম্বয়কারী মো. আলী আহমেদ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন এবং এসিডি টিম লিডার (অ্যাডভোকেসি, লবি অ্যান্ড নেটওয়ার্ক ) অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সংলাপের শুরুতে শিশুদের পক্ষ থেকে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সুমাইয়া আফরিন শ্যামা। এসময় গবেষণা প্রক্রিয়া এবং গবেষণা থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। শিশুরা তাদের গবেষণার কাজের অগ্রগতি, পরিকল্পনা ও চ্যালেজ্ঞসমূহ তুলে ধরে। সেইসাথে কীভাবে, কাদের সাথে অ্যাডভোকেসি করবে সেটার জন্য প্রস্তুতিমূলক পরিকল্পনা তৈরি করে পাশাপাশি শিক্ষকদের পক্ষ থেকৈ শিক্ষা প্রতিষ্ঠানের শিশু সুরক্ষায় পরিচালিত কমিটিতে শিশুদের অংশগ্রহণের উপর জোর দেয়া হয়।
রাজশাহীর মোহনপুর ও গোদাগাড়ি উপজেলা ছাড়াও রাজশাহী নগরীর ২৫ জন শিশু এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রোগ্রাম অফিসার আতিয়া তানসিমা ও কমিউনিটি মোবিলাইজার মানতাকা আকতার সেসন পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।