২৪ আশ্বিন, ১৪৩২
০৯ অক্টোবর, ২০২৫

রাজশাহীতে সাত লাখ শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা

Admin Published: October 8, 2025, 5:24 pm
রাজশাহীতে সাত লাখ শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা

স্টাফ রিপোর্টার : সম্প্রসারিত টিকাদান (ইপিআই) কর্মসূচির অংশ হিসেবে ‘জাতীয় টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইনে’ রাজশাহীতে প্রায় ৭ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে জেলার ৯ উপজেলায় ৫ লাখ ৬৪ হাজার ১২৩ শিশুকে টিকা দেওয়া হবে। আর নগরীতে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার ১২৭ শিশু।

আগামী ১২ থেকে ৩০ অক্টোবর রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ের ব্যবস্থাপনায় জেলার সব উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এবং কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ ক্যাম্পেইন পরিচালিত হবে।

বুধবার রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পর্যায়ের তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডা. এসআইএম রেজাউল করিম টিকাদান কর্মষূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, রাজশাহী নগর ছাড়াও শুরু জেলার ৯ টি উপজেলায়  ৫ লাখ ৬৪ হাজার ১২৩ শিশুকে টিকা দেওয়া হবে। সে হিসেবে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিবন্ধনেও উল্লেখযোগ্য সাড়া মিলেছে।

এদিকে একই কর্মসূচির আওতায় রাজশাহী মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ১ লাখ ৩৫ হাজার ১২৭জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশন সূত্র জানায়, নগরীর শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ২৭৮টি কেন্দ্র ও কমিউনিটি পর্যায়ে ২৪০টি কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদান করা হবে।

রাসিক সূত্র জানায়, নগরীর ৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে ৯ম শ্রেণী/সমমান পর্যন্ত ৫১ হাজার ৪৬০ ছাত্র ও ৪৬ হাজার ৪৬৬ জন ছাত্রীসহ ৯৭ হাজার ৯২৬ জনকে টিকা প্রদান করা হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ২৭৮টি কেন্দ্রে এবং কমিউনিটি পর্যায়ে ২৪০টি কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ১৯ হাজার ২৭১ জন ছেলে এবং ১৭ হাজার ৯৩০ জন মেয়েসহ ৩৭ হাজার ২০১ জনকে টিসিভি টিকা প্রদান করা হবে।